Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলন থামবে না: মান্না

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩১

ঢাকা: গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এই সরকার একটা ডাকাত সরকার, লুটেরা সরকার। ভোট ডাকাতি করে এরা এখন ক্ষমতায় আছে। আমাদের দায়িত্ব এদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। সুতরাং আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত না এই সরকারের পতন না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামবে না।’

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ব্যাংক লোপাট এবং অর্থ পাচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে পল্টন এলাকায় মিছিল করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধান বিচারপতির বাসভবনের সামনে নিজেরা গোলামাল করে সাজানো মামলা দিয়ে বিএনপির সমস্ত নেতা-কর্মীকে গ্রেফতার করে কি আন্দোলন থামাতে পেরেছে? কালকে (বৃহস্পতিবার) মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী বেরিয়েছেন। উনারা মুক্তির পর কী বলেছেন? গ্রেফতার করে, নির্যাতন করে আন্দোলনে বন্ধ করতে পারবেন না, আন্দোলন চলবে। আমরাও বলতে চাই, আমাদের আন্দোলন চলবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘শাহজাহান ওমর বিএনপির লোক নৌকা পাবেন। এ কারণে এক ঘণ্টার মধ্যে উনি জামিন পান। অর্থাৎ উনাদের কথা শোনেন, আইন-কানুন বুড়ো আঙ্গুল। আর শুনবেন না জেলখানা।’

সাকি বলেন, ‘উনারা (সরকার) ভেবেছেন মামলা দিয়ে, জেলে ঢুকিয়ে, গুম করে, ভয় দেখিয়ে এই ক্ষমতা চিরস্থায়ী করে রাখবেন। আমরা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাব, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করব এবং এই সরকারের লাঠি-গুলি-হুমকি সমস্ত কিছুকে উপেক্ষা করে জনগণকে লড়াইয়ে উদ্ধুদ্ধ করব। রাজপথ মানুষের দখলে যাবে সেদিন বেশি দূরে নয়। জনগণ এ দেশের মালিক। তারা প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন করবে।’

বিজ্ঞাপন

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, জেএসডির কামাল উদ্দিন ভুঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকরব খানসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও

আন্দোলন গণসংহতি আন্দোলন জোনায়েদ সাকি টপ নিউজ মান্না

বিজ্ঞাপন

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর