চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা একটি বিমানে তল্লাশি চালিয়ে ৬৪টি সোনার বার জব্দ করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য এক যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস ও শুল্ক গোয়েন্দা টিমের সদস্যরা তল্লাশি চালিয়ে এ সব সোনার বার উদ্ধার করেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক সাইফুর রহমান সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, রাত পৌনে ৯টায় অবতরণ করা ওমান এয়ারের ফ্লাইটে একটি আসনের নিচে সোনার বারগুলো রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে বারগুলো উদ্ধার করা হয়। সন্দেহভাজন এক যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।