Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সপ্রেসওয়ের ক্রেন পড়ে বন্ধ রেল চলাচল স্বাভাবিক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৫

ঢাকা: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটি ক্রেন রেলপথের ওপরে পড়ে যাওয়ায় রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় বন্ধ থাকা ট্রেনগুলো চলাচল শুরু করেছে। বাংলাদেশ রেলওলে সূত্র জানিয়েছে, প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪৫ মিনিটে মগবাজার থেকে কারওয়ান বাজার সংলগ্ন রেল লাইনের ওপর ক্রেন পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ভোর ৬টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। ওই সময় দেশের বেশ কিছু এলাকার সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল বন্ধ থাকে। এরপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয় কর্তৃপক্ষ ক্রেন সরিয়ে নেওয়ার পর সকাল ৭টা ২৫ মিনিট থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, গত ৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ক্রেনের আঘাতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।

সারাবাংলা/জেআর/এনএস

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর