Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪২

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ এক বন্দির মৃত্যু হয়েছে। তার নাম নুরুল ইসলাম মুন্সি (৪৭)।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গত ২৭ জানুয়ারি কেন্দ্রীয় কারাগার থেকে এনে ওই বন্দিকে কারারক্ষীরা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোরে মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, নুরুল ইসলামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমা গ্রামে। বাবার নাম মোবারক আলী মুন্সি। যাবজ্জীন সাজাপ্রাপ্ত ছিলেন তিনি।

বিজ্ঞাপন

চিকিৎসার জন্য ২৩ জানুয়ারি বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। এরপর ২৭ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সারাবাংলা/এসএসআর/একে

টপ নিউজ বন্দির মৃত্যু যাবজ্জীবন সাজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর