নগর পরিচ্ছন্ন রাখতে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ চসিকের
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০২
চট্টগ্রাম ব্যুরো: নগরীকে পরিচ্ছন্ন রাখতে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)৷
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ ক্যাম্পেইন শুরু হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি সিআরবি শিরীষ তলায় এসে শেষ হয়। এসময় সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনের প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। ক্যাম্পেইন উদ্বোধন করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।
মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামকে পরিচ্ছন্ন রাখার কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ পরিচালনা করেছি৷ আমরা চাই জনগণ যাতে যত্রতত্র ময়লা, পলিথিন না ফেলে। জনগণ আমাদের সহযোগিতা করলে নগরীকে পরিচ্ছন্ন রাখতে আমার যে পরিকল্পনা তা বাস্তবায়িত হবে, গড়ে উঠবে ক্লিন চট্টগ্রাম।’
ফেরদৌস আহমেদ বলেন, ‘চট্টগ্রামের মতো এত পাহাড়, বন, ফুলঘেরা সুন্দর শহর আর নেই৷ কিন্তু এ সুন্দর শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন জনগণের সচেতন আচরণ। এ ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষ করে তরুণদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই আমরা।’
এসময় চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, সচিব খালেদ মাহমুদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট চসিক, বিডি ক্লিন ও ইপসাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
সারাবাংলা/আইসি/একে