Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এপ্রিলেই পিসিটিতে অপারেশনে যাবে সৌদি কোম্পানি’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৫

চট্টগ্রাম ব্যুরো: চলতি বছরের এপ্রিলেই পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) সৌদি আরবের কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) অপারেশনে যাবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে বসানো স্ক্যানার উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পিসিটিতে সৌদি কোম্পানি কবে নাগাদ কাজ শুরু করতে পারে এমন প্রশ্নে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে চট্টগ্রাম কর্তৃপক্ষ আছে, তারা আইনের মাধ্যেমে চলে। ব্যবসা করার জন্য চট্টগ্রাম বন্দরকে বিদেশি বিনিয়োগকারীরা প্রপোজাল দিচ্ছেন। পর্দার আড়ালে আমরা কারও সঙ্গে বৈঠক করছি তা নয়।’

তিনি বলেন, ‘যার সঙ্গে কাজ করলে চট্টগ্রাম বন্দর ও দেশের স্বার্থ রক্ষা হবে, বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা নিরাপদে থাকবে তার সঙ্গেই কাজ করব। আমাদের সঙ্গে যদি সে স্বার্থ মিলে যায়, শুধু এনসিটি কেন অন্যগুলোতেও বিনিয়োগে আমরা বাধা দেব না। আশা করি এপ্রিল মাস থেকেই সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে পুরোপুরি অপারেশনে চলে যাবে।’

স্ক্যানার বন্দরের জন্য কতটুকু সহায়ক ভূমিকা পালন করবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘সহায়কের চেয়ে বড় কথা হচ্ছে, নজরদারি ডিজিটাল হয়েছে এখানে। ফাঁকিজুকি দেওয়ার মনোবৃত্তি নিয়ে যারা ব্যবসা করেন তারাও স্ক্যানিংয়ে আটকে যাবেন। সবচেয়ে বড় কথা স্ক্যানিংয়ের মাধ্যমে আমাদের আইএসপিএস যে কোড সেটা আমরা পূরণ করতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘এটা আন্তর্জাতিক বিশ্বে আমাদের বন্দরের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে আগে আমদানি করতাম, এখন রফতানিটাও সে পদ্ধতিতে চলে গেছে। আমাদের পণ্যের ক্ষেত্রে বিভিন্ন সময় যে কথাবার্তা বলা হতো রফতানির ক্ষেত্রে সেগুলো আর হবে না। এ সম্মানটি স্ক্যানারের মাধ্যমে আমরা অর্জন করেছি।’

বাংলাদেশের বিভিন্ন বন্দরে স্ক্যানার বসানোর বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বলছি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সেখানে তো শুধু চট্টগ্রাম বন্দরকে স্মার্ট করছি তা না। চট্টগ্রাম বন্দর আলো বাকিগুলো অন্ধকার তাও না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সমন্বিত উন্নয়নের কথা চিন্তা করেন। কোনো গোষ্ঠী বা এককেন্দ্রিক উন্নয়ন নয়, সামগ্রিক উন্নয়ন আমরা চাই। মোংলা ও পায়রা বন্দরসহ সব জায়গায় আমাদের এ সিস্টেম চালু থাকবে। তাহলে আমাদের এ সামগ্রিক উন্নয়নটা দৃশ্যমান হবে।’

পিসিটির পাশাপাশি বেসরকারি বিনিয়োগ অন্যন্য জায়গাও করার চিন্তা-ভাবনা আছে কি না? এমন প্রশ্নে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করছি। বাংলাদেশের পরিচয় ছিল ক্ষুধা, দারিদ্রতা, বন্যা, দূর্ভিক্ষ। এগুলোই ছিল আমাদের পরিচয়। বাংলাদেশের পরিচয়তো এখন অনেক উচ্চতায় চলে গেছে। আমরা তো মর্যাদার জায়গায় আছি। সেজন্য আমাদের দেশের ব্যবসায়ীরা বাইরেও ব্যবসা করছে। বিদেশি ব্যবসায়ীরাও বাংলাদেশে আসবে। সেটা হবে দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য।’

এর আগে, চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেইটে স্ক্যানার উদ্বোধন ও হস্তান্তর করেন নৌ প্রতিমন্ত্রী। স্ক্যানার দু’টি অপারেট করবে চট্টগ্রাম কাস্টম হাউজ। ফলে দ্রুততম সময়ের মধ্যে রফতানি কনটেইনার জাহাজীকরণ সম্ভব হবে। বন্দরের নিজস্ব অর্থায়নে ৮৫ কোটি ৮৯ লাখ টাকায় সংগৃহীত এফএস৬০০০ মডেলের রেডিও একটিভ পোর্টাল মনিটর সমৃদ্ধ এ স্ক্যানার ঘণ্টায় ১৫০টি কনটেইনার স্ক্যান করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের সঙ্গে কাস্টমসের সম্পর্ক আগে থেকে অনেক এগিয়ে গেছে উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের ব্যাপক উন্নয়ন হয়েছে। সব থেকে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে বন্দরের সঙ্গে কাস্টমসের বোঝাপড়ার অভাব ছিল। সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এগিয়ে গেছে। ৩০-৪০ বছর ধরে এ সমস্যা ছিল। যেটা ৩০-৪০ বছর ধরে হয়নি সেটা তিন থেকে চার বছরে সমাপ্তি হয়েছে।’

বে টার্মিনালের কাজ শুরু হলে ১২ মিটার ড্রাফটের জাহাজ ঢুকতে পারবে জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মেরিটাইম সেক্টর আমরা এগিয়ে যাচ্ছি। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে এ বছরে কাজ শুরু হবে। তখন মেরিটাইম সেক্টর আরও এগিয়ে যাবে। চট্টগ্রাম বন্দরে ১০ মিটার ড্রাফটের জাহাজ এর আগে প্রবেশ করেছে। বে টার্মিনালের কাজ শুরু হলে ১২ মিটার ড্রাফটের জাহাজ ঢুকবে।’

বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করা নিরাপদ মনে করছে জানিয়ে তিনি বলেন, ‘বিদেশি অনেক বিনিয়োগ পাইপলাইনে আছে। এ বিনিয়োগগুলো আসছে। যেটাতে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে যাবে। আইএমওতে বাংলাদেশ সি ক্যাটাগরিতে ইলেক্টেড হয়েছে। ১২৮টি দেশ সেটাতে সমর্থন করেছে। আগে আমরা সিলেকশনে ছিলাম। এখন ইলেকশনে পরিণত হয়েছি। কারণ, তারা মনে করে বাংলাদেশের বিনিয়োগ করা নিরাপদ।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মো. সোহায়েল, কাস্টম হাউজের কমিশনার ফাইজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান ও বন্দর সচিব ওমর ফারুক।

সারাবাংলা/আইসি/পিটিএম

অপারেশন আরএসজিটি টপ নিউজ পিসিটি


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর