আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো গৃহবধূর লাশ
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৭
নোয়াখালী: সুবর্ণচরের চরবাটা ইউনিয়নে ২ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূ শাহেনা আক্তারের লাশ উত্তোলন করা হয়েছে। নিহতের স্বামীসহ তিন জনকে হত্যা মামলার আসামি করে আদালতে মামলা দায়ের করলে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তার লাশ উত্তোলন করা হয়।
এদিকে, হত্যার সঙ্গে জড়িত দাবি করে তিন জনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গত ১৫ ডিসেম্বর শাহেনা আক্তারকে হত্যা করা হয়েছে মর্মে আদালতে মামলা দায়ের করে তার বাবা আবুল হাশেম। পরে সকালে সুবর্ণচরের সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা, জেনারেল হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আনোয়ারুল আজিম ও সিআইডি তদন্তকারী কর্মকর্তা শাহ আলম সুবর্ণচর থানা পুলিশের সহযোগিতায় লাশটি উত্তোলন করা হয়।
জানা গেছে, শাহেনা আক্তার অসুস্থ হয়ে পড়লে বাবা আবুল হাসেম ও তার পরিবার তাকে হাসপাতালে নিতে চাইলেও স্বামী বেলাল জোরপূর্বক গ্রাম্য ডাক্তারের মাধ্যমে একটি ইনজেকশন দিয়ে দেয়। এরপরপরই শাহেনা আক্তার মারা যান।
স্বামী বেলাল ও দেবর মাইনুদ্দিনসহ বাকিরা ঘটনার পরপর পালিয়ে গেছেন।
সারাবাংলা/এমও