Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বইমেলায় তারুণ্যের উৎসব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৪

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে অমর একুশের বইমেলায় বিভিন্ন আয়োজনের ধারাবাহিকতায় ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সিআরবিতে বইমেলা প্রাঙ্গনে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রনাট্যকার কাওসার চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমদ।

তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে আত্মনিয়োগের আহ্বান জানিয়ে ফেরদৌস আহমদ বলেন, ‘বইমেলার প্রাণ হচ্ছে তরুণ-তরুণীরা। বই পড়ার মধ্য দিয়ে তারুণ্যের যে শক্তি, সেটি জাগ্রত হয়, সমৃদ্ধ হয় তরুণদের জ্ঞানের ভাণ্ডার। সাহিত্যের নানা ক্ষেত্র তরুণদের মধ্যে মানবিকতা ও সৃজনশীলতার উন্মেষ করে। বাঙালির যা কিছু অর্জন, যা কিছু ভালো সবই তরুণদের কারণে হয়েছে।’

‘আগামীর বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ। তরুণরা আমাদের বর্তমান, তারাই আমাদের ভবিষ্যত। সুতরাং তরুণদের জ্ঞান-বিজ্ঞানে এবং সৃজনশীল কর্মকাণ্ডে আত্মনিয়োগ করতে হবে। তথ্যপ্রযুক্তির যুগে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।’

কাওসার চৌধুরী বলেন, ‘ভাষা একটি জাতির পরিচয়ের অনেক বড় একটি বাহন। ভাষাগত পরিচিতি একটি জাতিকে স্বতন্ত্র মর্যাদায় ভূষিত করে। বিভিন্ন দিবসে উপহার হিসেবে আমরা ফুল কিংবা অন্য কোনো সামগ্রী দিই। বাংলার প্রতি সম্মান দেখিয়ে প্রিয়জনকে বই উপহার দেওয়ার অভ্যাস করতে হবে। তাহলে একুশের প্রকৃত উদ্দেশ্য সফল হবে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উৎসবে আরও বক্তব্য রাখেন, বইমেলা কমিটির আহবায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজেমী।

বিজ্ঞাপন

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

সারাবাংলা/আরডি/একে

অমর একুশে চট্টগ্রাম তারুণ্য বইমেলা বইমেলা ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর