Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ‘বাধায়’ গলিতেই শেষ বিএনপির লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৮

রাঙ্গামাটি: পুলিশের বাধা উপেক্ষা করেই রাঙ্গামাটিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। যদিও বিএনপির নেতারা মিছিল নিয়ে জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় আসতে চাইলেও পুলিশের বাধার কারণে একটি গলির ভেতরে গিয়েই লিফলেট বিতরণ শেষ করে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ‘ডামি নির্বাচন’ বাতিলসহ বিভিন্ন দাবিতে লিফলেট বিতরণ করে রাঙ্গামাটি জেলা বিএনপি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয় থকে একটি সংক্ষিপ্ত মিছিল বের হয়ে বনরূপা বাজার আসতে চাইলে পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে বিএনপি কার্যালয়ের পাশের গলি আলম ডকইয়ার্ডে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতারা।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনিরসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এখন বাজারে ঢোকা যায় না। সব কিছুর দাম আকাশ চুম্বি; ফলে এদেশ ও গণতন্ত্রকে বাঁচাতে হবে। যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায় না হবে; ততদিন রাজপথে থাকার ঘোষণা দেন।’

এসময় বক্তারা পুলিশ-প্রশাসনকে ‘নিরপেক্ষভাবে’ দায়িত্ব পালনের আহ্বান জানায়।

রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, ‘কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে; বিএনপির এমন অভিযোগ সঠিক নয়। আমরা রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে রুটিন কাজ করেছি।’

সারাবাংলা/এমও

পুলিশ বিএনপি লিফলেট বিতরণ


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর