Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলায় জ্যোৎস্নালিপির শিশুতোষ গল্পের ২ বই

সারাবাংলা ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৩

অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে জ্যোৎস্নালিপির শিশুতোষ গল্পের বই ‘মুমি’ ও ‘ব্যাঙের পাঠশালা ও দেমাকি হাতি’। এর মধ্যে মুমি প্রকাশ করেছে কিডজ কারাভান এবং ব্যাঙের পাঠশালা ও দেমাকি হাতি প্রকাশ করেছে শিশু গ্রন্থকুটির।

বই দুটি নিয়ে জ্যোৎস্নালিপি বলেন, ‘এবার আমার দুটি শিশুতোষ গ্রন্থ প্রকাশিত হয়েছে। আশা করি শিশুদের কাছে সুখপাঠ্য হবে বই দু’টি।’

বইমেলার পরিবেশ সম্পর্কে জ্যোৎস্নালিপি বলেন, ‘কোভিড নিয়ন্ত্রণের পর ২০২৩ সালের বইমেলা প্রাণ ফিরে পেয়েছিল। সেই ধারাবাহিকতা এবারও রয়েছে। শুরু দিন থেকে বইমেলা পাঠকের উৎসাহ-উদ্দীপনার কেন্দ্র হয়ে উঠেছে। আর ছুটির দিনগুলোতে দেখা যাচ্ছে পাঠকের উপচে পড়া ভিড়। আশা করছি, এই পরিবেশ শেষ দিন পর্যন্ত বজায় থাকবে।’

তিনি বলেন, ‘মেলার প্রাণ হচ্ছে পাঠক। আমরা তো পাঠকের জন্যই লিখি। এই বইমেলাটা হচ্ছে লেখক-পাঠকের মিলনমেলা। প্রতি বছর এই উদ্যান লেখক-পাঠকের মিলনমেলায় মুখরিত হোক।’

মুমি’র প্রচ্ছদ করেছেন শাহীনুর আলম শাহীন। বইটির দাম ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার কিডজ কারাভানের ৬২৫ নম্বর স্টলে।

ব্যাঙের পাঠশালা ও দেমাকি হাতি’র প্রচ্ছদ করেছেন আজিজুর রহমান। বইটির দাম ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার শিশু গ্রন্থকুটিরের স্টলে।

সারাবাংলা/পিটিএম

জ্যোস্নালিপি বইমেলা ২০২৪ শিশুতোষ গল্প


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর