Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় নীলা কবীরের ‘কথা বলা লাউ’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫০

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে নীলা কবীরের শিশুতোষ গল্পের বই ‘কথা বলা লাউ’। এতে নৈতিক শিক্ষামূলক তিনটি গল্প রয়েছে। সেগুলো হলো— ‘কথা বলা লাউ’, ‘কুৎসিত ময়ূর’ ও ‘শেয়ালের বন্ধু বক।’

বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে বাংলানামার ২১৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এটির মুদ্রিত দাম ২০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ।

এটি নীলা কবীরের দ্বিতীয় বই। বাংলানামা থেকে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘এই মেঘ, এই রোদ্র।’ এটিও পাঠকমহলে বেশ সাড়া ফেলেছিল।

 নতুন বই সম্পর্কে নীলা কবীর বলেন, ‘কথা বলা লাউ’ বইয়ের গল্পগুলো নৈতিক শিক্ষামূলক। এই গল্প পাঠের মাধ্যমে শিশু-কিশোররা নৈতিক শিক্ষা লাভ করতে পারবে। বইটি শিশুদের মনের খোরাক জোগাবে।’

সারাবাংলা/একে

অমর একুশে বইমেলা কথা বলা লাউ বইমেলা ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর