Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরোধী দলে থেকেও সত্যের গান গাইব: রুহুল আমিন হাওলাদার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৫

ঢাকা: বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, বাংলাদেশ পরিবর্তন হয়েছে, আধুনিক বাংলাদেশ হয়েছে। এ কথা আমাদের স্বীকার করতে হবে। বিরোধী দলে থেকেও সত্যের গান গাইব, জয়ের গান গাইব।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আরোচনায় অংশ নিয়ে এ সব কথা বলেন তিনি।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘বিশৃঙ্খলা, অরাজকতা, সন্ত্রাস ও নৈরাজ্য হলে নির্বাচন সুষ্ঠু হতো না। যারা প্রস্তুত ছিল নির্বাচন ভণ্ডুল করবে, তারা করল না। তাদের বিবেকের বিষয়, চিন্তা করল—না, ধ্বংসের পথে যাব না। তাদের বলব, আগামীতে এই সংসদে আসেন। একটি শান্তির নীড় আমরা তৈরি করি এই সংসদকে। যেখানে জাতীয় সমস্যার আমরা সমাধান করব।’

তিনি বলেন, ‘আমরা ছয়বার সংসদে এসেছি। সরকারে থাকলে হয়ত একটু বেশি কাজ করা যায়। কিন্তু জোটে থাকলেও কম করা যায় না। আমরা একযোগে আছি। জোটে ছিলাম। এখন জোটের কাছাকাছি না কি? আমি এ ব্যাপারে কিছু বলব না। আমরা চেয়ারম্যান জি এম কাদের সাহেবের নেতৃত্ব বিরোধী দলে আছি। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হয়। তাহলে দেশের উন্নয়ন হয়। দেশে শান্তি থাকে, স্থিতিশীলতা থাকে, মানুষের নিরাপত্তা থাকে।’

রুহুল আমি হাওলাদার আরও বলেন, ‘বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশে পদার্পণ করতে যাচ্ছি। দুর্নীতিবাজকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দেশের বাইরে এত টাকা চলে গেছে। বিরোধী দল হিসেবে বলব, এভাবে দেশের টাকা বিদেশে চলে যায় আর আমরা এখানে নীরব থেকে অনারিয়াম নিচ্ছি— এটা হতে পারে না। সংসদ সদস্যদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় পার্টি জাপা রুহুল আমিন হাওলাদার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর