Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবিতে এবার সহকারী প্রক্টরের পদত্যাগ

কুবি করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪২

পদত্যাগকারী কুবি সহকারী প্রক্টর মাহমুদুল হাসান। ফাাইল ছবি

কুমিল্লা: চলতি ফেব্রুয়ারি মাসেই এক আবাসিক হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম উপদেষ্টার পর এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন মাহমুদুল হাসান। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারিতা, প্রশাসনিক অসদাচরণ, ব্যক্তিতান্ত্রিকতা ও শিক্ষকদের প্রতি অন্যায্য আচরণের প্রতিবাদে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।

বিজ্ঞাপন

রোববার (১৮ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে এই পদত্যাগপত্র জমা দেন মাহমুদুল হাসান। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তার পদত্যাগপত্র পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে মাহমুদুল হাসান লিখেছেন, সহকারী প্রক্টর হিসেবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রক্টরকে সহায়তা করা তার কাজ। কিন্তু স্বয়ং প্রক্টরই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও শৃঙ্খলার যবনিকাপাত করছেন বলে তার সঙ্গে সহকারী প্রক্টর পদে বহাল থাকা শিক্ষক হিসেবে নিজের নৈতিকতা ও আদর্শের পরিপন্থি বলে মনে করেন তিনি। এ কারণে তিনি সহকারী প্রক্টর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে উল্লেখ করেছেন।

তবে মাহমুদুল হাসান পদত্যাগপত্রে ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেছেন।

এ বিষয়ে মাহমুদুল হাসান বলেন, প্রশাসনের স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলার জন্যই এ পদ থেকে পদত্যাগ করেছি।

কুবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বলেন, সহকারী প্রক্টরের একটি পদত্যাগপত্র পেয়েছি। দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রশাসনের বিভিন্ন অব্যবস্থাপনার কারণ দেখিয়ে পদত্যাগ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. তোফায়েল হোসেন মজুমদার। পরদিনই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আট অনিয়মের বিষয়টি উল্লেখ করে পদত্যাগ করেন গণমাধ্যম উপদেষ্টা মাহবুবুল হক ভূঁইয়া।

এরও আগে দায়িত্ব পালনে উপাচার্যের সঙ্গে সমন্বয়হীনতা ও অস্বস্তিবোধের বিষয় উল্লেখ করে ২০২২ সালের মার্চে পদত্যাগ করেন তৎকালীন রেজিস্ট্রার পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের।

সারাবাংলা/টিআর

কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর সহকারী প্রক্টরের পদত্যাগ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর