Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভরাডুবির পরেও বাজবলেই ভরসা স্টোকসের

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৭

ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে ব্যাকফুটে ইংল্যান্ড

বাজবল ঝড়ে ভারতকে ‘উড়িয়ে’ দেওয়ার লক্ষ্য নিয়েই এসেছিল ইংল্যান্ড। প্রথম টেস্টে এসেছিল সাফল্যও। তবে পরের দুই টেস্টে ফ্লপ বেন স্টোকসদের ‘বাজবল’ ক্রিকেট। রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে ভারতের কাছে ৪৩৪ রানের হারের পর প্রশ্ন উঠেছে এই বাজবল নিয়েও। তবে বিশাল হারের পরেও ইংলিশ অধিনায়ক স্টোকস বলছেন, নিজেদের খেলার ধরন পরিবর্তন করবে না ইংল্যান্ড। এখনো সিরিজ জয়ের স্বপ্নও দেখছেন স্টোকসরা।

২০১২ সালের পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারেনি ভারত। সেই ভারতকে হারানোর চ্যালেঞ্জ নিয়েই মাঠে নেমেছিলেন স্টোকরা। শেষ দুই টেস্টে বাজেভাবে হেরে সিরিজে ২-১ এ পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। ব্যাটারদের অতি আক্রমণাত্মক ব্যাটিং প্রায় সময়ই বিপদ ডেকে এনেছে। দৃষ্টিকটুভাবে আউট হওয়া নিয়েও সমালোচনার মুখে পড়েছেন অনেকেই।

স্টোকস অবশ্য জানালেন, হারলেও বাজবল থেকে পিছু হটবে না ইংল্যান্ড, ‘কে কি বলল সেটা নিয়ে আসলে মাথা ঘামাচ্ছি না। ড্রেসিংরুমে সবাই কি চায় সেভাবেই আমরা এগিয়ে যাবো। বহুদিন ধরেই বাজবল আমাদের সাফল্য এনে দিয়েছে। এই সিরিজে সেটা খুব একটা কাজে না আসলেও আমরা এভাবেই খেলে যাবো। দ্রুত রান তুলে ভারতের স্কোরের কাছাকাছি যাওয়ার জন্যই ওইভাবে খেলা। অনেক সময় আপনার পরিকল্পনা ঠিকভাবে কাজ করে না। এবার সেটাই হয়েছে।’

প্রথম টেস্টে জিতলেও এখন ২-১ এ পিছিয়ে আছে ইংল্যান্ড। বৈরি অবস্থার মাঝেও সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন স্টোকস, ‘আমরা ২-১ এ পিছিয়ে আছি। এখনো ৩-২ এ সিরিজ জেতার সুযোগ রয়েছে। এই ম্যাচের ফলাফলকে ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে। পরের দুই ম্যাচ যেন জিততে পারি সেই চেষ্টাই থাকবে।’

২৩ ফেব্রুয়ারি রাঁচিতে চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড ক্রিকেট টেস্ট বাজবল ভারত স্টোকস


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর