Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

সারাবাংলা ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৪

ঢাকা: ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মিজানুর রহমানকে (জি এস মিজান) আহ্বায়ক এবং মাসুদ আহমেদ, হাজী এইচ এম সেলিম, ইরফান উদ্দিনকে যুগ্ম-আহ্বায়ক করে ৯০ দিনের জন্য এ আহ্বায়ক কমিটি করা হয়েছে।

যুবলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যুবলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঢাকা জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন করেছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীনস্ত সকল শাখার সম্মেলন সম্পন্ন করে ঢাকা জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/আইই

ঢাকা জেলা যুবলীগ যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর