দক্ষিণখান কোটবাড়ি থেকে শিশুর লাশ উদ্ধার
২৪ মে ২০১৮ ১৪:৪৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর দক্ষিণখানের কোটবাড়ি এলাকায় একটি ব্রিফকেস থেকে মালা (৮) নামে এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, বৃহস্পতিবার (২৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় শরিফ (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
ওসি তপন চন্দ্র সাহা জানান, দক্ষিণখানের কোটবাড়ি এলকায় পুলিশ চেকপোস্টে সামনে দিয়ে রিকশায় করে একটি ব্রিফকেস নিয়ে যাচ্ছিল শরিফ। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে সেটি খুলতে বলা হয়। পরে ব্রিফকেসটি খুললে তাকে শিশুটির মরদেহ পাওয়া যায়।
ওসি জানান, মৃত শিশুটির সারাশরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আটক শরিফকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।
সারাবাংলা/এসএসআর/আইএ