Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিয়ানমারের কারণে বাংলাদেশ-ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ০০:১০

ঢাকা: মিয়ানমার পরিস্থিতির কারণে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। এ তিনি বিষয়ে বাংলাদেশকে ভারত, মিয়ানমার, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে একটা যৌথ উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

বিজ্ঞাপন

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘মিয়ানমারে বিশেষ করে রাখাইনে এখন যে যুদ্ধ পরিস্থিতি চলছে তার কারণে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ ব্যাপারে আমাদের আরও পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষ করে আন্তর্জাতিক যেসব গোষ্ঠী আছে বিশেষ করে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সামনে উপস্থাপন করা উচিত।’

তিনি বলেন, ‘দেখা যাচ্ছে, রাখইনরা তাদের যুদ্ধে আমাদের সীমান্তের উপর ফোকাস করেছে। এটার কারণ হলো, সীমান্তে তাদের যে চৌকিগুলো আছে, সেগুলো বিচ্ছিন্নভাবে আছে, খুব সহজেই তারা দখল করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, তাদের যুদ্ধের কারণে বাংলাদেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই দেশটিও এর সঙ্গে জড়িয়ে যাবে। তখন রাখাইনরা এটার একটা অ্যাডভানটেজ নেওয়ার চেষ্টা করবে।’

তিনি বলেন, ‘এই জন্য আমি জিনিসটা উপস্থাপন করলাম যে, এখানে অনেকরকম দূরভিসন্ধি আছে। যেহেতু কক্সবাজার আর মিয়ানমার পাশাপাশি, এবং ১২ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আছে। যার কারণে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস হচ্ছে, কিছু জঙ্গিবাদ উন্থান হচ্ছে। এইগুলো পরবর্তী সময়ে আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে অনেকের পাশাপাশি মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোলান্ড লুও তার বক্তব্যে বলেছেন।’

বিজ্ঞাপন

সেজন্য দ্রুত এ ব্যাপারে একটি যৌথ উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন জাতীয় পার্টির এই নেতা।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টি বিরোধীদলীয় উপনেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর