Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেকৃবিতে মাইক্রোপলুট্যান্টস ও এর ঝুঁকি নিয়ে সেমিনার

শেকৃবি করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫৮

মাইক্রোপলুট্যান্টস তথা ক্ষুদ্র দূষণকারী বিভিন্ন উপাদান শনাক্ত করা এবং এগুলোর ঝুঁকি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ দূষণে মাইক্রোপলুট্যান্টসের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশে এর বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং সঠিক গবেষণার পরামর্শ দেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) শেকৃবির প্রশাসনিক ভবনের কনফারেন্স ‘মাইক্রোপলুট্যান্টস: স্ক্রিনিং অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে মূল বক্তা ছিলেন সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইয়ার্কার ব্রাগলেন্ড ফিক।

কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান খান ও চ্যানেল টুয়েন্টি ফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. নুরজাহান বেগম।

এ ছাড়া সুইডেন দূতাবাসের প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

পরিবশ দূষণ শেকৃবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর