Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টির পূর্বাভাস আরও ৪ বিভাগে

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ফাগুনের আগুনে শীতের প্রভাব এরই মধ্যে অনেকটা কেটে গেছে। সকালে হালকা ঠান্ডা অনুভব হলেও বেলা বাড়তেই তা কমে যায়। দুপুর নাগাদ উষ্ণতা পেরিয়ে রীতিমতো উত্তাপ ছড়াতে শুরু করেছে প্রকৃতি।

বসন্তের এমন হাওয়া বইলেও মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর আকাশে দেখা গেছে মেঘের ঘনঘটা। সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকাসহ দেশের আরও অন্তত চার বিভাগ ও দুই জেলায় বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকাতেও মেঘলা আকাশসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে বাড়তে পারে রাতের তাপমাত্রা।

এদিকে এই আবহাওয়া বুধবারও (২১ ফেব্রুয়ারি) সারাদেশে বিরাজ করতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার আগাম পূর্বাভাস বলছে, দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের তেতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সারাবাংলা/জেআর/টিআর

আবহাওয়া আবহাওয়া অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর