Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুগন্ধা সৈকতের নাম পরিবর্তনের খবর সত্য নয়: মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০২

সুগন্ধা সমুদ্র সৈকত। ফাইল ছবি

ঢাকা: পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা সৈকতের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু সৈকত রাখার খবর ছড়িয়েছে অনলাইনে। তবে এ খবরটি সত্য নয় বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্র নাথ রায় সারাবাংলাকে বলেন, ‘খবরটি সত্য নয়৷ মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এরকম কোনো ঘটনাও ঘটেনি।’

একটি বৈঠকে রয়েছেন জানিয়ে ওই সময় আর বেশি কথা বলতে রাজি হননি যুগ্ম সচিব। তবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তথাকথিত প্রজ্ঞাপনটি পাওয়া যায়নি।

এর আগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, কক্সবাজারের ঐতিহ্যবাহী সুগন্ধা বিচের নাম পালটে বঙ্গবন্ধু বিচ রাখা হয়েছে। পাশাপাশি কলাতলী ও সুগন্ধা বিচের মাঝামাঝি জায়গাটি বীর মুক্তিযোদ্ধাদের নামে রাখা হয়েছে।

তবে এ সংক্রান্ত কোনো আদেশ বা প্রজ্ঞাপন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বা সরকারি মুদ্রণ দফতরের ওয়েবসাইটে পাওয়া যায়নি। মন্ত্রণালয়ও এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা অস্বীকার করল।

সারাবাংলা/টিআর

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সুগদ্ধা বিচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর