Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বাংলার ভাষাপ্রেমীদের বরণে প্রস্তুত হচ্ছে নোম্যান্সল্যান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২০

বেনাপোল: প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে নির্মাণ করা হয়েছে অস্থায়ী শহীদ মিনার।

বাংলাদেশ-ভারতের জাতীয় পতাকা, নানা রঙের ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড, আর ফুল দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে নোম্যান্সল্যান্ড এলাকা। অস্থায়ী শহীদ বেদীতে প্রথম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দুই দেশের জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বাঙালির অকুতোভয় ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে এদিন বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর জেলা প্রশাসক মো. আবরাউল হাসান মজুমদার, বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম, যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দ্দার, যশোর-৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আহমেদ হাসান জামিল, বেনাপোল স্থলবন্দর পরিচালক মো. রেজাউল করিম, বেনাপোল পৌরসভার মেয়র নাছির উদ্দীন সহ অনেকে। ভারতের পক্ষে থাকবেন মন্ত্রী নারায়ণ গোস্বামী, রথীন ঘোষ, পার্থ ভৌমিক, বিশ্বজিৎ দাস সহ অনেকে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর