Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণে স্বাস্থ্য সুরক্ষা পরামর্শ প্রচার করছে পরিবেশ অধিদফতর

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫১ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫২

বায়ু দূষণ [ফাইল ছবি]

ঢাকা: ঢাকার বায়ুদূষণের মাত্রা ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছলে জনগণকে স্বাস্থ্য সুরক্ষামূলক পরামর্শ দিচ্ছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) থেকে বায়ুদূষণের মাত্রা বিবেচনায় পরিবেশ অধিফতরের ওয়েবসাইটে নিয়মিত এ সংক্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে।

‘বায়ুদূষণ সম্পর্কিত স্বাস্থ্য সুরক্ষামূলক পরামর্শ’ শিরোনামে প্রচারিত বার্তায় ঢাকার বায়ুদূষণ বায়ুমান সূচকে ৩০০ এর বেশি হলে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ঘরের বাইরে অবস্থানকারী জনসাধারণকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি অসুস্থ, শিশু ও বয়স্ক ব্যক্তিদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছে। দূষণের মাত্রা বিবেচনায় অন্যান্য পরামর্শও দেওয়া হবে। বায়ুমান সূচকে বায়ুদূষণ ৩০০ এর কম হলে সতর্কতা প্রত্যাহার করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশের বায়ুমানের অবস্থা পরিবীক্ষণের লক্ষ্যে ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগীয় ও শিল্পঘন শহরগুলোতে ১৬টি কন্টিনিউয়াস এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম (CAMS) হতে পরিবীক্ষণ ডাটা রিয়াল টাইম অটোমেশন পদ্ধতিতে পরিবেশ অধিদফতরের ওয়েবসাইটে নিয়মিত প্রচার করা হচ্ছে।

সারাবাংলা/আরএফ/পিটিএম

টপ নিউজ বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর