Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুত্র সন্তানের বাবা হলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৯

দ্বিতীয় সন্তানের বাবা হলেন কোহলি

দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বিরাট কোহলি, গুঞ্জনটা ছিল অনেক মাস ধরেই। স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকার কারণেই ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজেই নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি, এমনটাই ধারণা করছিলেন সবাই। অবশেষে কোহলি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন, গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। মেয়ের পর এবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কোহলিপত্নী আনুশকা।

কোহলি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ৫ দিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আনুশকা, ‘আমরা আনন্দের সাথে জানাতে চাই, গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্র ও ভামিকার ভাই অকায় পৃথিবীতে এসেছে। আমরা সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই। আমি সবাইকে অনুরোধ করছি আমাদের গোপনীয়তাকে সম্মান করতে।’

বিজ্ঞাপন

২০২১ সালে নিজেদের প্রথম সন্তানের মুখ দেখেছিলেন কোহলি-আনুশকা জুটি। নিজেদের নামের সাথে মিল রেখে মেয়ের নাম রেখেছিলেন ভামিকা।

সারাবাংলা/এফএম

কোহলি ক্রিকেট পুত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর