শেওড়াপাড়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
২০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৭
ঢাকা: রাজধানীর শেওড়াপাড়ার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে একা ইসলাম খান (২১) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা চাচা মানিক খান জানান, একা উত্তরা ইউনিভার্সিটির হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষে পড়াশুনা করতো। সন্ধ্যায় তিনি খবর পান, শেওড়াপাড়া অরবিট গলির অরবিট ভবনের তৃতীয় তলার বাসায় গলায় ফাঁস দিয়েছে একা। দ্রুত তিনি ওই বাসায় গিয়ে দেখতে পান, একা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে একা আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই জানেন না চাচা মানিক খান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছেন, গলায় ফাঁসি দিয়েছিলেন তিনি। তবে ফাঁস নেওয়ার কারণ জানাতে পারেন নাই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে কাফরুল থানা পুলিশকে জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম