Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মার্চের জয় বাংলা কনসার্ট এবার চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৫

চট্টগ্রাম ব্যুরো: ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কালজয়ী ভাষণের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে জয় বাংলা কনসার্ট। প্রতিবছর ঢাকার আর্মি স্টেডিয়ামে হলেও চট্টগ্রামে এ আয়োজন এবারই প্রথম।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজনের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পরিদর্শনে যান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় সেন্টার অফ রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যুব সমাজের মধ্যে অনুপ্রেরণার উদ্যেগ হিসেবে প্রথমবারের মতো এ জমকালো কনসার্ট অনুষ্ঠিত হবে।

কনসার্ট মাতাতে মঞ্চে থাকবে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল, নেমেসিস ও চিরকুট। এছাড়া মঞ্চে আরও ব্যান্ডদল ও শিল্পীরা গান পরিবেশনা করবেন।

জয় বাংলা কনসার্টের আয়োজন সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মনিটরিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সারাবাংলা/আইসি/একে

৭ মার্চ জয়বাংলা কনসার্ট টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর