একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে ডুফা ক্লাবের শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি ২০২৪ ০২:২৩
ঢাকা: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স ক্লাব (ডুফা ক্লাব)।
বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরেই প্রেসিডেন্ট এ এস এম রফিক উল্লাহ রোমেল ও সেক্রেটারি নাহিদ হোসেইনের নেতৃত্বে ডুফা ক্লাব শ্রদ্ধা জানায় শহিদ মিনারে। এ সময় ক্লাবের ডিরেক্টর ও ডুফার সাধারণ সম্পাদক গাজী শেখ ফরিদ আহমেদ ও উপস্থিত ছিলেন।
ডুফার বোর্ড অব ডিরেক্টর্স মেম্বার আমিরুল ইসলাম, খান মেজবাউল আলম ও শোয়েব আহমেদ চৌধুরী এবং ডুফার প্রজন্মবিষয়ক সমন্বয়ক আশরাফ উল আলমও উপস্থিত ছিলেন।
ডুফা ক্লাবের সেক্রেটারি নাহিদ হোসেইন বলেন, একুশ মানে মাথা নত না করা। একুশ মানে অসাম্প্রদায়িক বাংলাদেশ। একুশের এই চেতনাই দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের সামনে একুশ আত্মত্যাগ ও আত্মজাগরণের শিক্ষা। একুশ আমাদের বাঙালি জাতীয়তাবাদকে বারবার স্মরণ করিয়ে দেয়।
সারাবাংলা/ইএইচটি/টিআর