‘বিএনপির নেতৃত্বে গজানো সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে’
২১ ফেব্রুয়ারি ২০২৪ ১০:০৭
ঢাবি: বিএনপির নেতৃত্বে ডালপালা গজানো সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের একমাত্র বাধা এখন সাম্প্রদায়িকতা। যে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা মেলেছে, সে বৃক্ষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাটন করবো। আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার।’
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারি হলো বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি যে ভিত্তি তৈরি হয়েছিলো, পরবর্তীসময়ে স্বাধীকার আন্দোলনের বিভিন্ন মাইলফলক পেরিয়ে ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে তা পূর্ণতার দিকে যায়।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা প্রথমত ভাষাযোদ্ধা; অতঃপর একাত্তরে এসে আমরা মুক্তিযোদ্ধা। কাজেই একুশে ফেব্রুয়ারি বাঙালির বিশ্বাসের বাতিঘর। যতদিন সবুজের পটে লাল সবুজের পতাকা থাকবে, ততদিন আমাদের চেতনায় চিরভাস্মর থাকবে একুশে ফেব্রুয়ারি। আজকে বাংলাদেশ ঠিক জায়গায় আছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো, সেই দেশের উন্নয়ন আজ সারা বিশ্বে বিস্ময়!’
এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ অনেকে।
সারাবাংলা/আরআইআর/এমও