র্যাবিটহোলের ইসলামিক ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু
২৪ মে ২০১৮ ১৬:২১
।। সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা: যাত্রা শুরু করেছে র্যাবিটহোল ইসলামিক ইউটিউব চ্যানেল। বাংলা ভাষায় ইসলামি জ্ঞানের বিভিন্ন উপকরণ নিয়ে সাজানো হয়েছে এই চ্যানেলটি। এর মাঝে আছে ইসলামি ‘প্রশ্ন ও উত্তর’ এবং ইসলাম ধর্ম সংশ্লিষ্ট দৈনন্দিন জীবনের নানাবিধ সমস্যার সমাধান ও কিছু মাসয়ালা।
পাশাপাশি এই চ্যানেলে পাওয়া যাবে জনপ্রিয় হামদ ও নাত।
র্যাবিটহোল (rabbithole) বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউব চ্যানেল। যাদের রয়েছে ২ মিলিয়ন এর বেশি সাবস্ক্রাইবার। র্যাবিটহোল এন্টারটেইনমেন্ট, র্যাবিটহোল স্পোর্টস, র্যাবিটহোলবিডি মুভিস, র্যাবিটহোল টিভি শো। এরই ধারাবাহিকতায় র্যাবিটহোলের পঞ্চম চ্যানেল হিসাবে ইসলামিক চ্যানেলটি যাত্রা শুরু করেছে।
চ্যানেলটির ইউটিউব লিঙ্ক: https://goo.gl/EgzJyc
সারাবাংলা/এমও