বান্দরবানে ত্রিপুরা ছাত্রাবাস লাইব্রেরি উদ্বোধন
২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪১
বান্দরবান: অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ত্রিপুরা ছাত্রাবাস লাইব্রেরি উদ্বোধন করেছে বান্দরবান সেনা জোন।
বুধবার (২১ফেব্রুয়ারি) সকালে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের আয়োজনে ও বান্দরবান সেনা জোনের সহযোগিতায় এই লাইব্রেরি উদ্বোধন করা হয়। বান্দরবানের সেনা জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান লাইব্রেরিটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সেনা জোনের পক্ষ থেকে ছাত্রাবাস লাইব্রেরির জন্য একটি বুকসেলফ, ৩০টি চেয়ার, দু’টি টেবিল এবং বিভিন্ন প্রসিদ্ধ লেখকের ১০০টি বই বিতরণ করা হয়। ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে মানুষের সেবায় এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান জোন কমান্ডার।
অনুষ্ঠানে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি মাচাং লাভেদ ত্রিপুরার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- মেজর এম এম ইয়াসিন আজিজ, ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি খুশিরায় ত্রিপুরা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংসাহ্লা মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
সারাবাংলা/পিটিএম