।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা : রাজধানীর ফার্মগেট মেডিকো কোচিং সেন্টারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।
আগুনের ধোঁয়ায় ৬ জন অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়ারা হলেন, সাদিয়া আফরিন ছোঁয়া (১৮), মারজাহান আফরোজ (১৮) তার মা শাহানা আক্তার (৩৫), শামছুন্নাহার প্রেমা (১৭), মা নাসিমা বেগম (৪৫) পাপিয়া জামান কান্তা (১৮), ও জান্নাতে সিরাতুন্নাহার ইভা (১৮)।
ইভার বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘আজকেই প্রথম কোচিং শুরু হয়। আমরা নরসিংদী থেকে এসেছি। দ্বিতীয় তলায় কোচিং চলছিল এ সময় হঠাৎ একটা বিস্ফোরণে চারদিকে ধোঁয়ার সৃষ্টি হয়। আমাদের মেয়ে ইভা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি।’
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল গনেশ বিশ্বাস জানান, ফার্মগেট মেডিকো কোচিং সেন্টারের পাশে বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণ হয়। সেই আগুন কোচিং সেন্টারের বৈদ্যুতিক সুইচ বোর্ডে লেগে যায় এতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। ধোঁয়ায় কয়েকজন ছাত্রী ও তার অভিভাবকরা অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে