Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় মাশুক শাহীর কাব্যগ্রন্থ ‘ঘুমকন্যা ও ফিনিক্স হৃদয়’

সারাবাংলা ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৭

অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো কবি ও ছোটকাগজ সম্পাদক মাশুক শাহীর কাব্যগ্রন্থ ‘ঘুমকন্যা ও ফিনিক্স হৃদয়’।

কবি মাশুক শাহীর কবিতা শ্রুতি মধুময়, নান্দনিক ও শৈল্পিক সুষমাযুক্ত। আবার তার কবিতা কখনো কখনো যুক্তিনির্ভর দর্শনাশ্রিত জোছনায় সমর্পিত। সামাজিক-মনস্তাত্ত্বিক নানা সংকট, আধুনিক দারিদ্র্য বিপন্নতা-বিষণ্নতা, কর্পোরেট বাণিজ্যের কদর্যতা, ভোগবাদের নৃশংসতা থেকে শুরু করে নির্ভার প্রেম, মানবিক-প্রাকৃতিক আরণ্যক শুদ্ধতা উঠে আসে তার কবিতার ক্যানভাসে। ফলে, পাঠকের এই কাব্যগ্রন্থ পাঠ নামক ‘যাত্রায়’ কবিতার ভাঁজে-ভাঁজে পাতায়-পাতায় যে গল্পগুলো ভেসে উঠতে পারে তা বিন্যস্ত নিরীহ স্নিগ্ধ অথচ ঋজু।

ছোট-বড় ৫২টি কবিতায় সুসজ্জিত মাশুক শাহীর ‘ঘুমকন্যা ও ফিনিক্স হৃদয়’ বইটি। এটা কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। তার প্রথম কাব্যগ্রন্থের নাম ‘খামবন্দী বায়োডাটা’। এ ছাড়া, তার চারটি শিশুতোষগ্রন্থও রয়েছে। কবি মাশুক শাহী ছোটকাগজ ‘প্রমা’ সম্পাদক হিসেবেও পরিচিত। তার কিছু কবিতা ইংরেজি, রুশ, উজবেকসহ কয়েকটি ভাষায় ইতোমধ্যেই অনূদিত হয়েছে।

কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ‘বাঙ্গালা গবেষণা’। প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর, দাম ২০০ টাকা। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার প্রকাশনা সংস্থাটির স্টলে (সোহরাওয়ার্দী উদ্যানের ৩৯১ নম্বরে)।

সারাবাংলা/পিটিএম

কবিতা ঘুমকন্যা ও ফিনিক্স হৃদয় বইমেলা ২০২৪ মাশুক শাহী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর