Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মৃতির মিনারে শ্রদ্ধার ফুল | ছবি


২১ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৪৮

একুশে ফেব্রুয়ারি। বাঙালি জাতির এক অবিস্মরণীয় গৌরবের ইতিহাসমাখা দিন। ৭২ বছর বছর আগের এই দিনে মায়ের ভাষার রাষ্ট্রীয় অধিকারের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, রফিক, জব্বার, বরকতরা। মাতৃভাষার জন্য প্রাণ বলিদানের এমন ইতিহাস বিশ্বের বুকে বিরল। কেবল ভাষার অধিকার নয়, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি একইসঙ্গে বাঙালি জাতীয়বাদ পরিস্ফূট করে তোলার উপলক্ষও। সেই ভাষা আন্দোলনের পথ বেয়েই স্বাধীন বাংলাদেশের পথে আন্দোলন-সংগ্রামের পথ রচিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে তাই জাতির শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে সেই সূর্যসন্তান ভাষাশহিদদের, রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারসহ সারাদেশের সব স্থায়ী-অস্থায়ী শহিদ মিনারে নামে মানুষের ঢল। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সেই শ্রদ্ধা নিবেদনের সূচনা, যা চলে একদম বিকেল পর্যন্ত। ভাষাশহিদদের স্মৃতির স্মরণে যে শহিদ মিনার, তার বেদি ভরে ওঠে শ্রদ্ধার ফুলে।

ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একুশের শহিদদের সেই শ্রদ্ধা নিবেদনের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান এবং ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহিদ মিনার ভাষাশহিদ ভাষাশহিদদের শ্রদ্ধা শহিদ মিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর