Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ব ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৪

পূর্ব ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৬০ জন রুশ সেনা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অনেক রুশ সেনা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাক্ষাতের কয়েক ঘণ্টা আগেই এই হামলার ঘটনা ঘটে। তবে এ হামলার বিষয়ে রাশিয়া বা ইউক্রেন কোনো দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

হামলা প্রসঙ্গে বিবিসি জানিয়েছে, পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলে একজন সিনিয়র কমান্ডারের আগমন উপলক্ষে সৈন্যরা সেখানে জড়ো হয়েছিল। প্রশিক্ষণ কেন্দ্রটি থেকে ধারণ করা এক ভিডিও ফুটেজে ঘটনাস্থলে অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

জানা গেছে, রাশিয়ার ৩৬তম রাইফেল ব্রিগেডের সদস্যরা সাইবেরিয়ার ট্রান্সবাইকাল অঞ্চলে অবস্থিত পূর্ব সামরিক অঞ্চলের ২৯তম সেনা কমান্ডের মেজর জেনারেল ওলেগ মোইসিয়েভের জন্য অপেক্ষা করছিলেন।

হামলায় বেঁচে যাওয়া একজন সৈন্য বলেছেন, ‘৩৬তম রাইফেল ব্রিগেডের কমান্ডাররা সৈন্যদের উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের তৈরি হাইমারস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে তাদের লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল।’

সারাবাংলা/ইআ

ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা রুশ সেনা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর