ঢাকা: দেশে উৎপাদিত ল্যাপটপ ও ডেস্কটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিউবিটস টেকনোলজিস অমর একুশের দিনে ভাষা সৈনিক আহমদ রফিককে সম্মাননা জানিয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কিউবিটস টেকনোলজিসের ভাইস প্রেসিডেন্ট রুম্পা ঘোষের নেতৃত্বে প্রধান বিপণন কর্মকর্তা মেহেদী হাসান ও পরিচালক শওকত আহমদ ভাষা সৈনিকের ইস্কাটনের বাসায় গিয়ে সম্মাননা তুলে দেন।
রুম্পা ঘোষ বলেন, জাতির একজন সূর্য সন্তানকে সম্মাননা জানাতে পেরে কিউবিটস টেকনোলজিস পরিবার আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সম্মাননা অব্যাহত রাখবে কিউবিটস টেকনোলজিস।
এ সময় তারা ভাষা আন্দোলনে আহমদ রফিকের অনবদ্য অবদানের কথা স্মরণ করেন এবং কিউবিটসের পক্ষ থেকে সম্মাননা হিসেবে এক লাখ টাকার একটি চেক তুলে দেন।