Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈদেশিক ঋণ পরিশোধের চাপ থাকলেও খুব বেশি নয়: অর্থমন্ত্রী

স্টাফ করেসপেন্ডন্ট 
২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১০

ঢাকা: অর্থমন্ত্রীর আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিদেশি ঋণ পরিশোধের প্রেসার (চাপ) কিছুটা আছে। তবে খুব যে বেশি প্রেসার, বিষয়টা ঐ রকম না। ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি?

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নিযুক্ত চিফ অব মিশন আবদুসাত্তর এসয়েড ও ইফাদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কিছুটা অস্বস্তি আছে। একটা কমে আরেকটা আবার বাড়ে। কী করব? জোর করে ধরে নামাব? তবে একটু ধৈর্য ধরেন সব কিছু ঠিক হবে।

তিনি আরও বলেন, ইফাদ হাল নদীতে রেনু পোনার উন্নয়নে দুই বিলিয়ন ডলার ছাড় করেছে। এমন কাজ সামনে আরও করব। আইওএম বৈদেশিক মাইগ্রেন্ট নিয়ে কাজ করে। প্রবাসীদের আনা নেওয়ার কাজ করে তারা। সামনে এই ধরণের সহায়তা তারা অব্যাহত রাখবে।

সারাবাংলা/জেজে/এনইউ

অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর