রোজার আগে চিনির দাম কেজিতে ২০ টাকা বাড়াল সরকার
২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৭
ঢাকা: রমজান মাস শুরুর সপ্তাহ তিনেক আগে চিনির দাম কেজিতে ২০ টাকা বাড়িয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী সরকারি মিলের প্রতি কেজি চিনির সর্বোচ্চ খুচরা মূল্য এখন ১৪০ টাকা থেকে বেড়ে হলো ১৬০ টাকা। এর দুই সপ্তাহ আগেই চিনি আমদানিতে শুল্ক কমিয়েছিল সরকার।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এক বিজ্ঞপ্তিতে চিনির নতুন দামের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। আসন্ন রমজান উপলক্ষে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা প্রয়োজন।
আরও পড়ুন- ৪ পণ্য আমদানিতে শুল্ক কমলো, তেল উৎপাদনে মূসক মওকুফ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এখন থেকে করপোরেশনের ৫০ কেজি বস্তাজাত চিনির মিলগেট বিক্রয়মূল্য ১৫০ টাকা (এক কেজি) ও ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য ১৫৭ টাকা (এক কেজি) নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া করপোরেশনের এক কেজি প্যাকেটজাত চিনির মিলগেট বা করপোরেট সুপারশপ বিক্রয়মূল্য ১৫৫ টাকা ও বিভিন্ন সুপারশপ, চিনি শিল্প ভবনের বেজমেন্টে ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশের বছরে চিনির চাহিদা রয়েছে প্রায় ১৮ লাখ টনের। এর মধ্যে সরকারিভাবে উৎপাদিত হয় মাত্র ২১ হাজার টনের কিছু বেশি। বাকি চিনির পুরোটাই দেশে আমদানি করতে হয়।
এদিকে রমজান মাসে দেশে যেসব খাদ্যপণ্যের বিশেষ চাহিদা থাকে, তার মধ্যে অন্যতম চিনি। কেবল এ মাসেই চিনির চাহিদা থাকে প্রায় তিন লাখ টনের মতো। রমজানে দাম নিয়ন্ত্রণ রাখতে গত ৭ ফেব্রুয়ারি চিনিসহ পাঁচ পণ্যের আমদানি শুল্কসহ বিভিন্ন কর কমিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, পরিশোধিত-অপরিশোধিত প্রতি মেট্রিক টন চিনিতে আমদানিতে শুল্ক দেড় হাজার টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা করা হয়। ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা বলবৎ থাকবে বলে জানানো হয় ওই প্রজ্ঞাপনে। এর দুই সপ্তাহের মাথাতেই সরকারিভাবে চিনির দাম বাড়াল সরকার।
সারাবাংলা/জিএস/টিআর