Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি দিয়ে ভারত থেকে এলো ৫০ মেট্রিক টন নারিকেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪৭

দিনাজপুর: প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি হয়েছে। প্রতি মেট্রিক টন নারিকেলের দাম পড়েঠে ২৫০ মার্কিন ডলার।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থেকে নারিকেল নিয়ে প্রবেশ করে ভারতীয় দু’টি ট্রাক। হিলি স্থলবন্দরের মেসার্স নাসাত টেড্রার্স এসব নারিকেল আমদানি করে।

নাসাত ট্রেডার্সের মালিক নুর ইসলাম বলেন, ‘বাংলাদেশে নারিকেলের চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করেছি। বন্দরের কার্যক্রম শেষে এসব নারিকেল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আমদানি নারিকেল