Sunday 09 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা, আসামি স্ত্রীও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ০০:০০

খুলনা: খুলনার কেন্দ্রীয় খাদ্য গুদামের সাবেক সহকারী ব্যবস্থাপক শেখ মনিরুল ইসলাম ও তার স্ত্রী শারমিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র। তাদের বিরুদ্ধে জ্ঞাতআয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সম্পদ বিবরণী অনুসন্ধানকালে শারমিন আক্তারের বিরুদ্ধে মোট এক কোটি ১৮ লাখ ৬৮ হাজার টাকার সম্পদ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। সম্পদের বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৬৬ লাখ ৮৪ হাজার টাকা। অন্যান্য ব্যয় ও জামানত বাদ দিয়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ৪৪ লাখ ১১ হাজার টাকা।

দুদক জানায়, শেখ মনিরুল হাসান বর্তমানে বাগেরহাট সদরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কর্মরত রয়েছেন। ২০১৮ সালে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। স্বামীর অবৈধ আয় থেকে স্ত্রী সম্পদ অর্জন করায় দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

খাদ্য কর্মকর্তা দুদক মামলা

বিজ্ঞাপন

সাবেক সিইসি আবদুর রউফ মারা গেছেন
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৭

লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ৬
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৮

আরো

সম্পর্কিত খবর