Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে বাড়িতে সেমাই খেয়ে শিশু-নারীসহ অসুস্থ ৪২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৭

ময়মনসিংহ: গফরগাঁওয়ে বিয়ে বাড়িতে সেমাই খেয়ে নারী-শিশুসহ ৪২ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৩২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গফরগাঁয়ের রসুলপুরের দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ৩২ জন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈন সরকার বলেন, ‘দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের প্রবাসী ছেলে রাসেল গতকাল বিয়ে করেন। মফিজ উদ্দিন মেহমানদের জন্য বাজার থেকে সেমাই, চিনির সাথে ধান ও সবজি ক্ষেতে ব্যবহৃত থিয়োভিট (ছত্রাকনাশক-ভিটামিন) কিনে এনেছিলেন। বাড়ির মহিলারা ভুলে থিয়োভিট মিশিয়ে সেমাই রান্না করেন। সেই সেমাই খেয়ে ৪২ জন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।’

গফরগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, ‘এমন খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ৪০ থেকে ৪২ জন অসুস্থ হয়েছেন। তবে সবাই আশঙ্কামুক্ত।’

সারাবাংলা/এমও

টপ নিউজ বিয়েবাড়ি শিশু-নারী সেমাই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর