Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঠের গুড়া ভর্তি বস্তায় পাচার হচ্ছিল ৫০ কেজি গাঁজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৮

রাজশাহী: ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়ে আসা কাঠের গুড়া ভর্তি বস্তাতে পাচার করা হচ্ছিল ৫০ কেজি গাঁজা। গাঁজা পাচারের সময় গ্রেফতার করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে। জব্দ করা হয়েছে পিকআপ গাড়ি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় ৫০ কেজি গাঁজা। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

বিজ্ঞাপন

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার লোকমান আলীর ছেলে শামিম আক্তার (৩৫) ও মাধবপুর এলাকার ফারুক হোসেনের ছেলে হামিদুল ইসলাম (২২)। এর মধ্যে একজন পিকআপ চালক ও তার সহকারি।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওদাপাড়া বিআরটিএ অফিসের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় নীল-হলুদ রঙের একটি পিকআপ আসলে চালকের পাশ থেকে নেমে একজন দৌড়ে পালিয়ে যায়। পিকআপে তল্লাশী চালিয়ে কাঠের গুড়ার মধ্যে চারটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে টেপ দিয়ে পেঁচানো গাঁজা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত থেকে গোদাগাড়ীতে পৌছে দিতে গাঁজাগুলো আনা হয়েছে। গাঁজাগুলো সেখানে বিক্রি করা হয়।

গ্রেফতার দুইজনের বিরুদ্ধে রাজশাহী নগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পিকআপ, গাড়ির কাগজ, তিনটি সিমসহ মোবাইল, ৫০ বস্তা কাঠের গুড়া জব্দ দেখানো হয়েছে।

সারাবাংলা/ইআ

গাঁজা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর