Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেইন্টে নির্ধারিত পরিমাণের বেশি সিসা পেলে ব্যবস্থা: শিল্পমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০২

ঢাকা: পেইন্টে নির্ধারিত পরিমাণের বেশি সিসা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পণ্যের বিক্রি-বিতরণ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এম. আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ ন্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) শিল্প মন্ত্রণালয়ের অধীন জাতীয় মান প্রণয়নকারী ও মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। সরকার এসআরও জারির মাধ্যমে এ পর্যন্ত ২৭৩টি পণ্যকে বিএসটিআই’র বাধ্যতামূলক সিএম লাইসেন্সের আওতাভুক্ত করেছে৷ পেইন্ট (রঙ) উক্ত বাধ্যতামূলক পণ্যের আওতাভুক্ত। পেইন্টের বাংলাদেশ মান (বিডিএস ১৮২৭) এ লেড (সিসা) এর পরিমাণ, ৯০পিপিএম নির্ধারণ করা আছে। এই মান অনুযায়ী পরীক্ষা করে কেবলমাত্র মানসম্মত পেইন্টের অনুকূলে লাইসেন্স দেওয়া হয়।

মন্ত্রী জানান, বাজারে বিক্রিত পেইন্টের গুণগতমান বজায় থাকছে কিনা তা সাভিল্যালের মাধ্যমে মনিটরিং করা হয় এবং খোলাবাজার থেকে পেইন্টের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় পেইন্টের মানে নির্ধারিত পরিমাণের বেশি সিসা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পণ্যের বিক্রি-বিতরণ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/আইই

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর