Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২৫

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে ‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন। গ্রন্থের লেখক হায়দার মোহাম্মদ জিতু রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গভবনে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি।

সংকলিত এ গ্রন্থের উপ-সম্পাদকীয়গুলোতে বাঙালির শান্ত সাহস শেখ হাসিনার মানুষের অনুভূতি হয়ে ওঠার পটকে চিত্রিত করা হয়েছে। বৈশ্বিক রাজনৈতিক ইস্যু, দেশের উন্নয়ন, অর্জন এবং অন্যান্য প্রাসঙ্গিকতায় দেশের অবস্থান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছুটে চলা উঠে এসেছে প্রবন্ধগুলোতে।

বিজ্ঞাপন

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/ইআ

তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা মোড়ক উন্মোচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর