Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাকে মারধরের অভিযোগ: ৩ সন্তানকে জামিন দেননি হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৮

ঢাকা: চট্টগ্রামের এক বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় তিন সন্তানকে আগাম জামিন দেননি হাইকোর্ট। ওই তিন সন্তান হলেন- হামিদুল হক সোহেল, তাসলিমা আক্তার সুমি ও সেলিম রেজা।

আগাম জামিন চেয়ে তিন সন্তানের করা আবেদনের শুনানি শেষে রোববার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
একেএম আমিন উদ্দিন মানিক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

পরে তিনি বলেন, ‘আদালত আসামিদের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। অর্থাৎ তাদের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।’

এদিন সন্তানদের আগাম জামিন ঠেকাতে হাইকোর্টে আসেন ৭২ বছর বয়সী মা খুরশিদা আক্তার। তিনি হাইকোর্টকে জানান, তার দুই সন্তানকে জামিন দিলে তাকে তারা মেরে ফেলবে। এমনকি তিনি আরও জানান, তার দুই ছেলে-মেয়ে সরকারি কর্মকর্তা হয়েও সম্পত্তির জন্য তাকে মারধর করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, ‘যেখানে বৃদ্ধ বয়সে মা-বাবাকে সন্তানদের দেখাশোনা করার কথা, সেখানে সম্পত্তির জন্য মারধর করে। এর আগে খুরশিদা আক্তার কিছু সম্পত্তি বিক্রি করলে, সে টাকা নেওয়ার জন্যও সন্তানেরা তাকে মারধর করেন। তার মেডিকেল সার্টিফিকেটও তিনি জমা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি আদালতকে জানিয়েছি আমরা। সেইসঙ্গে আমরা আদালতের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি। পরে হাইকোর্ট তাদের জামিন নামঞ্জুর করেন এবং দৃঢ়ভাবে বলেছেন তাদের জামিন দেওয়া সম্ভব নয়।’

এ সময় সেই বৃদ্ধার সন্তানদের আইনজীবী আদালতকে জানান, আরেক মেয়ের ইন্ধনে খুরশিদা আক্তার এই মামলা করেছেন। এ মামলার আগে তারা মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এ সময় আসামিদের ভর্ৎসনা করে হাইকোর্ট বলেন, ‘যে সন্তান মায়ের বিরুদ্ধে মামলা করতে পারে, সে কোনোভাবেই ভালো হতে পারে না।’

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

জামিন টপ নিউজ সন্তান হাইকোর্ট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর