অশ্রুতে স্মরণ হারানো স্বজনদের | ছবি
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩০
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি। সাতসকালে যেন অমানিশা নেমে এসেছিল পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) তথা বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে। একদল জওয়ান ‘বিদ্রোহ’ করে বসেন নানা দাবি-দাওয়া নিয়ে। সশস্ত্র সেই বিদ্রোহ পরিণত হয় এক রক্তাক্ত ইতিহাসে। শেষ পর্যন্ত ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান সে ঘটনায়।
এরপর পেরিয়ে গেছে ১৫ বছর। কিন্তু স্বজন হারানোর সেই বেদনা বিস্মরণযোগ্য নয়। নারকীয় সে হত্যাযজ্ঞের চূড়ান্ত বিচারও এখনো পাননি স্বজনরা। তাই এখনো কেবল চোখের জলেই স্বজনদের স্মরণ করে সন্তুষ্ট থাকতে হয়। রোববার (২৫ ফেব্রুয়ারি) পিলখানার সেই হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্তির দিনে বনানী সামরিক কবরস্থানে তেমনই হাজির হয়েছিলেন স্বজনরা। অশ্রু ঝরিয়েছেন, প্রার্থনা করেছেন সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য। ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
পিলখানা বিদ্রোহ পিলখানা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ বিডিআর হত্যাকাণ্ড