Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভাষা সৈনিককে নিয়ে চসিকের আচরণ ধৃষ্ঠতাপূর্ণ’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৭

চট্টগ্রাম ব্যুরো : প্রয়াত ভাষাসৈনিক অধ্যাপক আসহাব উদ্দীন আহমেদকে চট্টগ্রাম সিটি করপোরেশনের একুশে সম্মাননা স্মারক পদকের জন্য মনোনীত করেও বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির পক্ষ থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, অসৌজন্যমূলক এবং ধৃষ্ঠতাপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেন চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।

বিজ্ঞাপন

গত ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন ১৬ জনকে একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার দেয়। চসিক প্রথমে পদকের জন্য ভাষা সৈনিক প্রয়াত অধ্যাপক আহসাব উদ্দীন আহমেদের নামও ঘোষণা করেছিল। এমনকি তার পরিবারের সদস্যদেরও জানানো হয়েছিল। কিন্তু পদক প্রদানের আগের দিন সেটি প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়। এ নিয়ে চট্টগ্রামে তুমুল বিতর্ক ও সমালোচনা চলছে।

এর পরিপ্রেক্ষিতে দেওয়া বিবৃতিতে সিপিবি নেতা অশোক সাহা ও মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘সিটি করপোরেশনের এ ধরনের আচরণ শুধু অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অসৌজন্যমূলকই নয়, ধৃষ্ঠতাপূর্ণ বলেও আমরা মনে করি। পদকের জন্য কাউকে মনোনীত করা হলেও সেটি যাচাই-বাছাই করে একেবারে চূড়ান্ত না হওয়া পর্যন্ত তালিকা প্রকাশ করা সিটি করপোরেশনের উচিত হয়নি, তার পরিবারকেও জানানো কোনোভাবেই সমীচীন হয়নি।’

‘আসহাব উদ্দীনের পরিবার তো সিটি করপোরেশনের কাছ থেকে কোনো পদক প্রার্থনা করেনি, তাহলে প্রয়াত এ মানুষটিকে কেন অসম্মান করা হলো? কেন তার পরিবারকে বিব্রত করা হলো? শুধু অধ্যাপক আসহাব উদ্দীন আহমেদ নয়, দেশের কোনো নাগরিকের সঙ্গেই রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের এমন অবমাননাকর আচরণ সমীচীন নয়।’

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা আরও বলেন, ‘ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ গৌরবোজ্জ্বল সব অর্জনের বিষয়ে এদেশের মানুষ খুবই সংবেদনশীল। চট্টগ্রাম সিটি করপোরেশন একজন ভাষাসৈনিকের সঙ্গে যে আচরণ করেছে, সেটা কোনোভাবেই মানুষের আবেগ-অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি।’

সিপিবির পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে সিপিবি নেতারা ভবিষ্যতে সিটি করপোরেশনের কাছে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

ধৃষ্ঠতাপূর্ণ ভাষা সৈনিক সিপিবি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর