Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে নির্মাণসামগ্রী, ভবন মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০২

রাঙ্গামাটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় প্রধান সড়কের পাশে নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী ফেলে রাখায় ভবন মালিককে দুই হাজার টাকা জরিমানা দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার এই দণ্ড দিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, কয়েকদিন ধরেই নির্মাণাধীন ভবনের জন্য নির্মাণ সামগ্রী ফেলে রাখা হচ্ছে প্রধান সড়কের পাশেই। এতে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় রোববার দুপুরে পাথর ও ইটের সুরকি দিয়ে সড়ক বেদখল করে রাখায় ভবনের মালিক সিমেন চাকমাকে দুই হাজার টাকা জরিমানা দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখা ও গাড়ি থেকে নির্মাণসামগ্রী ওঠানামা (লোড-আনলোড) করায় এক ব্যক্তিকে দুই হাজার জরিমানা করা হয়েছে।

সারাবাংলা/টিআর

ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর