Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১১

জয়পুরহাট: জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় অতুল চন্দ্র বর্মন নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক আহত হয়েছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাইপাস সড়কের হানাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অতুল জয়পুরহাট পৌর এলাকার বামনপুর দত্তপাড়ার মৃত স্ববেশ্বর বর্মনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।

ওসি জানান, ভ্যানচালক অতুল বামনপুর চারমাথা থেকে ভ্যানে আলু নিয়ে হিচমী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কৃষি কলেজের সামনে তার ভ্যানের এক্সেল ভেঙে অপর দিক থেকে আসা একটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

এছাড়া ট্রাকটি ওই ভ্যানকে এবং আরও একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত ট্রাকের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

ট্রাকের ধাক্কা ভ্যানচালকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর