Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের প্রচারে বাধা দিচ্ছে প্রতিপক্ষ— অভিযোগ মেয়র প্রার্থীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৬

ঢাকা: মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের প্রচারণায় প্রতিপক্ষরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী মাহতাবউদ্দিন কল্লোল।

রোববার (২৫ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন ও তার স্বামী মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।

মেয়র প্রার্থী মাহতাবউদ্দিন কল্লোলের অভিযোগ, প্রতিপক্ষরা তার নির্বাচনি প্রচারে বাধা দিচ্ছে। এলাকায় আতঙ্ক তৈরির মাধ্যমে ভোট কাস্টিং কমানোর প্ররোচণা দিচ্ছে।’

সংবাদ সম্মেলনে কল্লোল বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই বিভিন্নভাবে বাধা দিচ্ছে প্রতিপক্ষ প্রার্থী ফাহরিয়া আফরিনের লোকজন। প্রচারণার প্রথম দিন (শুক্রবার) রণছ রুহিতপুর এলাকায় গেলে তাদের সমর্থক (অপু) আমার কর্মীকে (লাকি) গালিগালাজ ও শ্লীলতাহানি করে। ওই দিন বিকেলে শহরের মানিকপুর এলাকায় আমার স্ত্রী জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক মোরশেদা বেগম লিপির পথরোধ করে তার সঙ্গে থাকা ছাত্রলীগ কর্মী শান্তকে ছুরিকাঘাতে জখম করে।’

কল্লোল আরও বলেন, ‘পরের দিন (শনিবার) শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ভোট চাইতে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিনের সমর্থকরা আমার লোকজনদের লাঞ্ছিত ও অপদস্থ করে। নিপীড়নের মাত্রা দিন দিন বাড়ার কারণে এসব ঘটনায় এখন পর্যন্ত থানায় পাঁচটি অভিযোগ করা হয়েছে।’

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন যদি হয় সেজন্য ভয় পাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফরিন। তাদের উদ্দেশ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে নিজেদের ব্যক্তি স্বার্থ প্রতিষ্ঠা করা ও মুন্সীগঞ্জ পৌরসভাকে টেন্ডারবিহীন লুটপাটের অভয়ারণ্যে পুনঃপ্রতিষ্ঠা করা।’

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নিরপেক্ষ প্রশাসনিক আচরণের দাবি জানান মাহতাবউদ্দিন কল্লোল।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

নির্বাচন প্রচার প্রতিপক্ষ বাধা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর