Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু, আহত ৭


২৪ মে ২০১৮ ১৮:১৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

জামালপুর: জামালপুরের ইসলামপুরে পল্লী বিদ্যুতের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের তিন শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো সাত জন।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইসলামপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ভজন কুমার বর্মণ।

নিহতরা হলেন— গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হলদে গ্রামে ওবায়দুর ও তাহের এবং জামালপুর সদরের হাসান।

প্রকৌশলী ভজন কুমার বর্মণ জানান, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ইসলামপুরে দরিয়াবাদ এলাকায় পল্লী বিদ্যুতের সচল লাইনের পাশে নতুন সংযোগের খুঁটি লাগানোর কাজ চলছিল। নতুন খুঁটি সচল বিদ্যুৎ লাইনের ওপর পড়লে তার ছিঁড়ে নিচে পানিতে পড়ে। এ সময় বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুতের ঠিকাদারী প্রতিষ্ঠানের ১০ শ্রমিক আহত হয়।

আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্য পাঁচ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানটি স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত না করে নতুন সংযোগের কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন প্রকৌশলী ভজন কুমার বর্মণ।

সারাবাংলা/টিএম

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর