ইতালিকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ জয়
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৫
ফুটবল বিশ্বকাপে গত ২২ বছর ধরেই ‘মিশন হেক্সার’ জন্য লড়াই করছে ব্রাজিল। সেখানে সফল না হলেও বিচ ফুটবলে ঠিকই ইতিহাস গড়ল সেলেসাওরা। দুবাইতে বিচ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে ব্রাজিল।
দুবাইয়ের ফাইনালে প্রথমার্ধে ছিল ২-২ এর সমতা। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের দুর্দান্ত ফুটবলের কাছে পাত্তা পায়নি ইতালি। ব্রাজিলের নাম্বার ৯ রদ্রিগো পেয়েছেন হ্যাটট্রিক। তার জাদুতেই শেষ পর্যন্ত ৬-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে বিচ ফুটবলে মিশন হেক্সা সফল করল ব্রাজিল। ২০০৮ ও ২০১৯ সালের পর আবারও ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হলো ইতালির।
২০০৬ সালে প্রথমবার বিচ ফুটবল বিশ্বকাপের শিরোপা জেতে ব্রাজিল। এরপর ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালে টানা তিনবার বিশ্বকাপ ওঠে ব্রাজিলের হাতেই। তারপর লম্বা একটা বিরতির পর ২০১৭ সালে আবারও চ্যাম্পিয়ন হয় তারা। এবার শিরোপা জিতে রেকর্ড ষষ্ঠ ট্রফি ঘরে তুলল ব্রাজিল। ৩টি ট্রফি নিয়ে ব্রাজিলের পরে আছে রাশিয়া। ২ বার বিশ্বকাপ জিতেছে পর্তুগাল, একবার জিতেছে ফ্রান্স।
সারাবাংলা/এফএম